আহসান হাবীব
সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম. . . প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাদেরকে ঐশী শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। ইতোমধ্যে কোদালপুরের এক ঝাঁক তরুণ কৃতী সন্তান কর্তৃক পরিচালিত, কোদালপুরে সাড়াজাগানো শিক্ষা প্রতিষ্ঠান কোদালপুর আইডিয়াল স্কুল-এর নাম সবার জানা আছে। মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হলো সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হলো শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। একজন শিশুর পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি তাঁকে অধ্যয়নের প্রতি জোর দেয়া উচিৎ। কিন্তু আমাদের দেশে তা হয় ভিন্ন। একটি শিশুকে তাঁর যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে কোদালপুর আইডিয়াল স্কুল নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। এ প্লাস তো অনেকেই পায় কিন্তু এ প্লাস-এর মধ্যে কতটুকু জ্ঞান নিহীত রয়েছে তা কি কেউ কখনও পরিমাপ করেছি? আজ সময় এসেছে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবার। তাই আমরা জীবনের বাস্তবজ্ঞান, কঠোর পরিশ্রম, সুশৃঙ্খল নিয়মাবলী, সুশিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আপনাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে সহায়তা করছি এবং আশা করছি একদিন এই শিক্ষার্থীরা তাঁদের পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নেবে। আমরা সেই সকল সুযোগ দিচ্ছি, যেখানে একজন শিক্ষার্থী সাহস করে হাসিমুখে তাঁর শিক্ষককে প্রশ্ন করতে পারে। আমরা সুযোগ দিচ্ছি সুস্থ্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে কিভাবে নিজের ইতিহাস, ঐতিহ্যকে জানা যায়। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। অনলাইন ব্যাংকিং সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে আমাদের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন। সব মিলিয়ে আপনার সন্তান গড়ে উঠুক নৈতিকতায়। আহসান হাবীব শিক্ষা পরিচালক কোদালপুর আইডিয়াল স্কুল
মোঃ জাহিদুল ইসলাম
প্রিয় শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ, এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আজ এই কোদালপুর আইডিয়াল স্কুল-এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমাদের এই প্রতিষ্ঠান সেই মেরুদণ্ডকে সুদৃঢ় করার এক পবিত্র তীর্থস্থান। আমাদের লক্ষ্য শুধু পুঁথিগত বিদ্যা দান করা নয়; বরং প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সৃজনশীলতার বীজ বপন করা। আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত সমাজের নির্মাতা। ✨ আমাদের অঙ্গীকার: শিক্ষকদের প্রতি: আপনারা জাতির কারিগর। আপনাদের নিরলস প্রচেষ্টা, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমেই শিক্ষার্থীরা সঠিক পথের দিশা পাবে। আপনাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। শিক্ষার্থীদের প্রতি: তোমরা প্রতিষ্ঠানের প্রাণ। তোমাদের কাছে আমার আহ্বান, জ্ঞানার্জনে হও মনোযোগী, শৃঙ্খলায় হও দৃঢ় এবং স্বপ্ন দেখতে শেখো। মনে রাখবে, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। অভিভাবকদের প্রতি: সন্তানের সার্বিক বিকাশে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও মসৃণ করবে। আমরা সম্মিলিতভাবে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে এবং বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। আমি মহান আল্লাহ/সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, এই প্রতিষ্ঠান যেন শিক্ষার আলো ছড়িয়ে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ। শুভেচ্ছান্তে, মোঃ জাহিদুল ইসলাম সভাপতি কোদালপুর আইডিয়াল স্কুল